প্রতিনিধি ১৮ মে ২০২৫ , ৪:০২:৩৬ প্রিন্ট সংস্করণ
“কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো. আবুল লতিফ।
আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসার অধিদপ্তর নাটোরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফর নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, কৃষক ইকাববুল সরকার প্রমুখ। এছাড়া সংবাদকর্মী, কৃষক ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।