দেশজুড়ে

লালপুরে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৩:১৬ প্রিন্ট সংস্করণ

লালপুরে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

নাটোরের লালপুর দাঁইড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দাঁইড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পরিবারের আয়োজনে স্কুল মাঠ চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় দাঁইড়পাড়া উচ্চবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লোকমান হাকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা।

গোপালপুর ডিগ্রী পাস অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী শিক্ষার্থীদের পরিবার উপস্থিত ছিলেন।