রাজশাহী

লালপুরে রেললাইনের ধারে দশ হাজার তালগাছ রোপনের উদ্বোধন

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ৫:৩৯:৩৯ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের উদ্যোগে দশ হাজার তাল গাছ রোপনের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাঝগ্রাম রেল জংশন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ তালগাছ রোপনের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে পাকশী বিভাগীয় প্রকৌশলী আঃ আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় সংস্থাপক আব্দুল্লাহেল মামুন, বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা রাজিব বিল্লাহ, যান্ত্রিক প্রকৌশলী আশিষ কুমার মন্ডল, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন মোল্লা, মাঝগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজাদুল আলম প্রমুখ।

 

 

পাকশী বিভাগীয় প্রকৌশলী আঃ আব্দুর রহিম বলেন, মাঝগ্রাম রেল জংশন থেকে পাবনার ঢালারচর পর্যন্ত ৭৮ কি.মি রেললাইনের দুপাশে দশ হাজার তালগাছের চারা রোপন করা হবে।

আরও খবর

Sponsered content