দেশজুড়ে

লালপুরে সাফজয়ী নারী ফুটবলার মৌমিতাকে সংবর্ধনা

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৪ , ৩:৫১:০৬ প্রিন্ট সংস্করণ

লালপুরে সাফজয়ী নারী ফুটবলার মৌমিতাকে সংবর্ধনা

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাফ নারী অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার কৃতি খেলোয়াড় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় দলের নারী ফুটবলার মৌমিতাকে সংবর্ধনা দিয়েছে লালপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি।

সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃতি ফুটবলার মৌমিতাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল, উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ- সভাপতি রফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক রয়েল উদ্দিন, ক্রীড়া সম্পাদক কাইকোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content