প্রতিনিধি ১১ আগস্ট ২০২১ , ৮:০২:০৯ প্রিন্ট সংস্করণ
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ৫ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া করা হয় ।
১১ আগষ্ট বুধবার সকালে মরহুম ফজলুর রহমান পটলের গৌরিপুরের বাসভবনে ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রয়াত সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা মানবাধীকার কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, পুত্র উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াছিন আরশাদ রাজন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও লালপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ পাপ্পু, গোপালপুর পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্র দলের আহবায়ক রাহান কবির সুইট ও যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম, গোপালপুর পৌর ছাত্র দলের আহবায়ক হাসান আলী। সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাগাতিপাড়া পৌরসভার মেয়র ও বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন প্রমুখ ।
এছাড়া করোনাকালীন সময়ে লালপুর ও বাগাতিপাড়ায় গরীব,দুস্থ ও অসহায় পরিবারদের মাঝে ত্রান বিতরণ করা হয়।