রাজশাহী

লালপুরে সামাজিক বনায়নে গাছ বিক্রয়ের শেয়ারের চেক বিতরন

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৭:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সামাজিক বনায়নে অংশগ্রহণকারী উপকারভোগীদের মাঝে গাছ বিক্রয়ের শেয়ারের চেক বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ১৫ জন উপকারভোগীদের মাঝে শেয়ারের চেক বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা এ.বি.এম আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু প্রমুখ।

অনুষ্ঠানে ১৫ জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ৫২,৯৫৫/- টাকা শেয়ারের চেক প্রদান করা হয়েছে।

আরও খবর

Sponsered content