প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৭:৩৮:৩৯ প্রিন্ট সংস্করণ
ভোলার লালমোহন পৌরসভার সড়কের কাজ চলছে নিম্নমানের ইট দিয়ে। দীর্ঘ দুই যুগের অধিক সময় ভাঙাচোরা পড়ে থাকা সড়কগুলোর কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এমন সংবাদে পৌরবাসীর মনে স্বস্তি ফিরলেও শঙ্কা জাগাচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরী সড়ক টিকবে কতদিন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড (পাকার মাথা) কলিম উদ্দিন মিয়াজী সড়কের কাজ চলছে। ইতোমধ্যে সড়কের দুধারে (এজিন) ইট গাঁথা হয়েছে। ছোট ছোট গর্তগুলোতে দেয়া হয়েছে ইটের টুকরো। তবে এজিন ও সড়কের গর্তে ব্যবহৃত ইটগুলো নিম্নমানের বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
পৌরসভার সূত্রে জানা যায়, সড়কটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রামিসা কনষ্ট্রাকশন। প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজে ব্যয় প্রায় এক কোটি ৩৭ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা মো. ছালাউদ্দিন, লোকমান, করিমসহ আরো অনেকে বলেন, দীর্ঘপ্রায় দুই যুগ অবহেলিত থাকার পর এই সড়কের কাজ শুরু হয়েছে। তবে এমন পঁচা ইট দিয়ে কাজ চলতেছে, যেটা একমাসও টিকবেনা। ফলে যেউ লাউ সেই কদু অবস্থায় পড়বো আমরা।
এদিকে সড়কের কাজে নিন্মমানের ইট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে, মেসার্স রামিশা কনস্ট্রাকশনের কর্ণধার আসাদ উল্যাহ মেলকার জানান, ওই সড়কের জন্য এখনো শুরুই হয়নি। সড়কের কাজে এখনো কোনো ইটই পাঠানো হয়নি।
একই কথা জানিয়েছেন লালমোহন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী। তিনি বলেন, এখনো তো সড়কটির কাজ শুরু হয়নি। নিন্মামনের ইটের প্রশ্ন আসে কীভাবে।
এদিকে ঠিকাদার ও প্রকৌশলী সড়কটির কাজ শুরু হয়নি জানালেও স্থানীয়রা বলছেন, কয়েকদিন যাবত সড়কের দুপাশের এজিনের ইট গেঁথেছে শ্রমিকরা। সড়কের ছোট-বড় গর্তগুলো ইট দিয়ে ভরাট করেছে শ্রমিকরা। যদি কাজই শুরু না হয়, তবে এজিন গাঁথলে কারা? এমন প্রশ্ন ওই এলাকার বাসিন্দাদের।