দেশজুড়ে

লেলাং ইউনিয়নে পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৩:২০:২০ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে পানিতে ডুবে তামান্না ইসলাম রুহি (৭) নামের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার(৩মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহি ওই গ্রামের সিরাজ চেয়ারম্যান বাড়ীর তাজুল ইসলাম বাপ্পির কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারের লোকজন ইফতারি তৈরির কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করার পর রুহিকে অনেকক্ষণ পর্যন্ত দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন দিকে খুঁজতে থাকেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও রুহির সন্ধান না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের পুকুরে মূর্মষ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রুহি মাইজভাণ্ডার আহমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content