প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৪:২৯:২৯ প্রিন্ট সংস্করণ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় জাফর শিকদার নামের এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। জাফর শিকদার উপজেলার দক্ষিণ লংকারচর কাজী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আহত জাফর শিকদার নিজেই বাদি হয়ে পরিবারের সদস্যদের সহায়তায় লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ এবং স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, জাফর শিকাদরের সাথে পূর্ব শত্রুতা রয়েছে একই গ্রামের ইমরান চৌধুরী, কিনান চৌধুরী, তাহাজ্জেদ চৌধুরী, হাফিজুর চৌধুরী, শাহাজালাল চৌধুরী, লিমন চৌধুরী এবং মফিজুর চৌধুরীর সাথে।
তার জের ধরে গত বৃহস্পতিবার সন্ধায় বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে বৃদ্ধ জাফরের গতি রোধ করে প্রতিপক্ষের লোকজন। পরে দেশীয় অস্ত্র নিয়ে বেধড়ক মারপিট করে তাকে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা জাফর শিকদারকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হবার আশঙ্কা করছেন জাফরের পরিবার। তবে থানা পুলিশ বলছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।