প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৬:০২:৩১ প্রিন্ট সংস্করণ
কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে রাস্তার পাশে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ী হিরাঙ্গীর মোল্যার বিরুদ্ধে। হিরাঙ্গীর ওই ইউনিয়নের মাটিয়া ডাঙ্গা গ্রামের মৃত ছবর মোল্যার ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গাছ ব্যবসায়ী হিরাঙ্গীর তার লোকজন নিয়ে মাইগ্রাম কাঠাদুরা মোড়ের সরকারি রাস্তার পাশের বট গাছের বড়বড় ডাল কাটছিল। এ সময় এলাকার সচেতন ব্যক্তিদের প্রতিবাদে গাছের মুল অংশ বেঁেচগেলেও মুহুর্তের মধ্যে কেটেফেলা ডালগুলো ট্রাকে করে সরিয়ে ফেলে গাছ খেকোরা।
এ বিষয়ে কথা হয় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে গাছের ডাল কাটার বিষয়টি নিশ্চিত হয়েছি। এবং জানতে পেরেছি হিরাঙ্গীর মোল্যা তার লোকজন নিয়ে বটগাছটির বড়বড় ডাল কেটে নিয়েছে। তবে ওই ডালগুলো এখন কোথায় তা জানতে পারিনাই। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি বলেন, এলাকাবাসীর মাধ্যমে গাছ কাটার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভোর সাড়ে ৫টার দিকে গাছ কাটার ঘটনা ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ মিজানুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর কোন প্রতিবেদন দেন নি।
তবে হিরাঙ্গীর মোল্যা গাছ কাটার বিষয় অস্বীকার করে বলেন, আমি সকাল থেকেই এলাকার বাইরে আছি।