খুলনা

শরণখোলায় পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২০ , ৭:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় পল্লী চিকিৎসক, ফার্মাসিষ্ট ও ইউনিয়ন ফ্যাসিলিটেটরদের নিয়ে দুইদিন ব্যাপী পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোম ও মঙ্গলবার উপজেলার তাফালবাড়ি জেজেএস ডেভেলপমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) প্রকল্পের আওতায় দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড সহযোগিতায় উন্নয়ন সংস্থা জেজেএস, ওয়াটার এইড ও রুপান্তর এ প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো. তরিকুল ইসলাম। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন, দাতা সংস্থা কনসার্ন ওয়াল্ড ওয়াইডের এ্যাডভোকেসি স্পেশালিষ্ট রুমানা শারমিন, উন্নয়ন সংস্থা জেজেএস’র নিউট্রিশন স্পেশালিষ্ট মৌতিথী আইচ। প্রশিক্ষণে আলোচনা করেন, প্রকল্প সমন্বয়কারী মামুন অর রশীদ ও উপজেলা সমন্বয়কারী মো. ফরিদুজ্জামান। অপরদিকে মঙ্গলবার বিকেল ৩ টায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১-৭ আগষ্ট ২০২০ উদযাপন উপলক্ষ্যে আয়োজতি উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content