প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় বাড়ি বাড়ি পৌছে দিল পুষ্টিসমৃদ্ধ স্কুল ফিডিং বিস্কুট। সোমবার সকালে উপজেলার ৩১ নং টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তৃত্বীয় বারে এ কার্যক্র শুরু করে প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারী উন্নয়ন সংস্থা রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর.আর.এফ)। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সহকারী শিক্ষকবৃন্দ ও আর.আর.এফ’র শরণখোলা প্রতিনিধি রমেশ মন্ডল। রমেশ মন্ডল জানান, কোভিট-১৯ সংক্রমনের কারনে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা যাতে পুষ্টি থেকে বঞ্চিত না হয় সেজন্য তারা বাড়ি বাড়ি গিয়ে ওই বিস্কুট পৌছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়নের জন্য শরণখোলা উপজেলায় ১২২৪৭ জন ছাত্র-ছাত্রীর বাড়ি গিয়ে দুই মাসের ৪০ প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হয়। কোভিট-১৯ সংক্রামনের কারনে স্কুল বন্ধ থাকার পরে এ পর্যন্ত তিন দফায় বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরন করা হয়।