প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২১ , ৫:২৭:০৫ প্রিন্ট সংস্করণ
উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান। মুক্তিযোদ্ধা ও বয়ষ্ক ব্যাক্তিদের হেলথ চেকআপ, ব্লাড প্রেসার ও ব্লাড গ্লোকোজ এর মাত্রা নির্ণয়। প্রতিটি কমেউনিটি ক্লিনিকে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক পরামর্শ, সেবা প্রদান এবং জিএমপি কার্ড পুরন। এতিমখানা ও লিল্লাহ বোডিংএ পুষ্টিকর খাদ্য বিতরন। আশ্রয়ন প্রকল্পসহ দুস্থদের মাঝে পুষ্টি বিষয়ক পরামর্শ ও পুষ্টিকর খাদ্য বিতরন। উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তাফা শাহিনের সভাপতিত্বে তার কার্যলয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, উপজেলা প্রকল্প সমন্বয়কারী ফরিদুজ্জামান প্রমুখ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, কনসার্ন ওয়াল্ডওয়াইডের নেতৃত্বে ওয়াটার এইড, রূপান্তর এবং জাগ্রত যুব সংঘ “পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)” বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বাস্তবায়ন হচ্ছে।