প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৬:৩৯:০৩ প্রিন্ট সংস্করণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের শরণখোলায় মানবতার সেবায় এগিয়ে এলেন যুবলীগ নেতা ফারুক হোসেন হিরু। করোনার প্রভাবে বেকার হয়ে পড়া ৩০০ পরিবারকে ব্যক্তি উদ্যোগে খাদ্যসহায়তা দিলেন তিনি। সোমবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌছে দেন। উপজেলা যুবলীগের সদস্য ও রায়েন্দা বাজারের ওষুধ ব্যবসায়ী ফারুক হোসেন হিরু জানান, করোনাভাইরাসের কারণে দিনমজুর, ভ্যানচালকসহ কর্মহীন মানুষের দুর্দশার কথা চিন্তা করে উপজেলা প্রশাসনকে অবহিত করে তাদেরকে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। হিরুর পিতা অবসরপ্রাপ্ত ফরেস্টার মো. মোনিন উল্লাহ মুন্সী, ভাই আ. রাজ্জাক টিনু, আব্দুল্লাহ আল মামুন, ছেলে মো. হাসানসহ পরিবারের সদস্যরা চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট এসব পরিবারের হাতে তুলে দেন।