প্রতিনিধি ৩ মে ২০২০ , ৭:১০:৩৪ প্রিন্ট সংস্করণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে বসানো হাটের প্রায় অর্ধশত দোকানিকে তাবু দিয়েছে রায়েন্দা ইউনিয়ন পরিষদ।
রোববার দুপুরে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন রায়েন্দা পাইলট সরকারি হাইস্কুল মাঠে অস্থায়ীভাবে বসানো হাটের কাচাঁতরকারি ও মাছ বিক্রেতাদের মধ্যে এ তাবু বিতরন করেন।
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, সামাজিক দুরত্ব বজায় রাখতে এপ্রিল মাসের শুরু থেকে সম্মিলিত আলোচনায় ওই মাঠে হাট বসানোর সিদ্ধান্ত হয়। খোলা মাঠে এসব দোকানিরা রোদ ও বৃষ্টিতে কষ্ট পাচ্ছিল। তাদের কথা বিবেচনায় এনে পরিষদের তহবিল থেকে এ তাবু দেয়ার সিদ্ধান্ত হয়। দুর্যোগ শেষে তারা পুনরায় বাজারের নির্দিষ্ট স্থানে চলে যাবেন।