প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ৫:০৪:১৬ প্রিন্ট সংস্করণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় নিজেদের মাসিক রেশনের বরাদ্দ থেকে হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিল সেনাবাহিনী। সোমবার দুপুরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পাদাতিক ডিভিশনের ২৮ বিগ্রেডের একটি দল এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। এসময় করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও মানুষকে ঘরে থাকার আহবান জানিয়ে প্রচারনা ও জিবাণুনাশক স্প্রে করেন তারা।
শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৭ পদাতিক ডিভিশনের অর্ন্তুভুক্ত ২৮ বিগ্রেডের ৪৩ বীর ইউনিটের লেফট্যানেন্ট কর্ণেল শামস ইয়াসিন খান ও ক্যাপ্টেন আরাফাত হোসেন অনি সেনাবাহিনীর ওই দলের নেতৃত্ব দেন।
কর্নেল শামস ইয়াসিন খান বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে সরকার সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তারা সচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি নি¤œ আয়ের বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের সহযোগীতা করার চেষ্টা করছি। আমাদের রেশনের বরাদ্দ থেকে গ্রামের প্রকৃত গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।