আন্তর্জাতিক

শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলা, বহু হতাহতের শঙ্কা

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ৭:৪১:৪৪ প্রিন্ট সংস্করণ

শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলা, বহু হতাহতের শঙ্কা

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কয়েকটি ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অসংখ্য ফিলিস্তিনি।

রোববার (৩ ডিসেম্বর) জাবালিয়ায় এ হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে একসঙ্গে হামলা চালানো হয়। এতে একসঙ্গে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে।

ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়েছেন তাদেরও উদ্ধার করতে পারছেন না উদ্ধারকারীরা। কারণ তাদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত আলজাজিরার সাংবাদিক জানিয়েছেন, যেখানে হামলা চালানো হয়েছে সেখানে পুরো একটি ব্লক পুরোপুরি ধসে গেছে। ওইখানকার পরিস্থিতি এখন বর্ণনাতীত।

হামলাস্থল থেকে সেসব ভিডিও এখন স্থানীয় টিভি চ্যানেলগুলো প্রকাশ করছে; তাতে ভয়াবহ চিত্র সামনে আসছে। সাধারণ মানুষ হাত দিয়ে ধ্বংসস্তূপ পরিস্কার করে আটকে পড়া আহত ও নিহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। যার মধ্যে একটি শিশুর ক্ষতবিক্ষত মরদেহও রয়েছে।

আহতদের উদ্ধার করে স্ট্রেচার এমনকি ঘরের তোশকে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এক শিশুকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমার বাবা কোথায়?’

অপর এক বাসিন্দা বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা মানুষের বাঁচার আকুতি শুনেছি।

সূত্র: আলজাজিরা

আরও খবর

Sponsered content