প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৫:১২:২৩ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : করোনা প্রতিরোধে শেরপুর শহরে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রচারণা এবং জীবণুনাশক ছিঁটানো হয়েছে।
নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় শহরের বিভিন্ন রাস্তা, বাজার, ড্রেন ও বাসাবাড়ীত জীবাণুনাশক ছিঁটানো হয়। তাছাড়া হ্যান্ডমাইকে সামাজিক দুরত্ব বজায় রাখা, ঘরে অবস্থান করা, অযথা ঘুরাফেরা না করা, নো মাস্ক নো বাজার, নো মেডিসিন, লকডাউন মেনে চলার বিষয়ে শহর জুড়ে প্রচারণা চালানো হয়।
দুপরে শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। এসময় স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।