রাজশাহী

শাজাহানপুরে নিখোঁজের ৩দিন পর ধানের জমিতে মিললো কৃষকের লাশ

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:২২:৪০ প্রিন্ট সংস্করণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় গত ৩দিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (২০আক্টোবর) দুপুর একটার দিকে সুজাবাদ উত্তরপাড়া এলাকায় একটি ইট ভাটার পাশে ধানের জমির ভিতরে মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই নিহতের স্বজনরা লাশ নিজেদের বাড়িতে নিয়ে যায়।

নিহত ব্যাক্তি সুজাবাদ পূর্বপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে কৃষক চাঁন মিয়া(৬৫)। নিহতের ছোট ছেলে মেহেদী হাসান রবিন(২৫) জানান, আমার বাবা ঋন গ্রস্থ ছিলেন। ১৭অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেন নাই। বৃহস্পতিবার দুপুর একটার দিকে লোক মুখে জানতে পারি ইট ভাটার পাশে আমাদের ধানের জমির ভিতরে আমার বাবার লাশ রয়েছে। পরে আমার চাচাতো ভাই গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসে।

নিহতের স্বজনরা জানান, আমরা ভেবেছি হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি জমির ভিতরে মারা গেছেন। তাই লাশ বাড়িতে নিয়ে এসেছি। নিখোঁজের ঘটনায় থানা পুলিশকে আমরা জানাই নাই। ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আসার আগেই লাশ ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে আমরা সব চেস্টা চালাচ্ছি।

আরও খবর

Sponsered content