বাংলাদেশ

শান্ত-মারিয়াম ও সুন্দরবন কুরিয়ারের প্রতিষ্ঠাতার করোনায় মৃত্যু

  প্রতিনিধি ৩০ মে ২০২০ , ১২:৫২:১৮ প্রিন্ট সংস্করণ

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবীর শান্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার সকাল ৮টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।

উনার মৃত্যুতে কুরিয়ার সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল এবং করতোয়া কুরিয়ার সার্ভিস এর প্রতিষ্ঠাতা জনাব মোজাম্মেল হক গভীর শোক প্রকাশ করেন এবং উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন ইমামুল কবীর শান্ত খুব ভালো একজন মানুষ ছিলেন উনার মৃত্যুতে কুরিয়ার সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা কখনো পূরণ হওয়ার মতো নয়।

ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, সম্প্রতি কোভিডের লক্ষণ-উপসর্গ থাকায় তাকে প্রথমে ল্যাবএইড ও পরবর্তীতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৭ মে রাত ১০টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

আরও খবর

Sponsered content