প্রতিনিধি ২০ মে ২০২০ , ৮:০৫:১০ প্রিন্ট সংস্করণ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রায় ২ শতাধিক করোনা দুর্যোগে অসহায় কর্মহীন তাঁত শ্রমিক, নাট্যকর্মী ও বাউলশিল্পীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমানের নিজস্ব অর্থায়নে ও যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, ভোর হলো সংগঠনের সার্বিক সহযোগিতায় এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,শাহজাদপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শাহবাজ খান সানি, শাহজাদপুর সরকারি কলেজ শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, কবি ও নাট্যকার ম.জাহান, তাকিবুন্নাহার তাকি। স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সজিব হোসেন,শাহ জালাল,আব্দুল মতিন,সবুজ মিয়া,সুরেশ চন্দ্র সরকার,আকাশ,স্বাধীন বিশ^াস,অমিত কুমার শীল,ওসমান,আরমান হোসেন,নিরব হোসেন,সিয়াম হোসেন প্রমুখ।