প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ৪:৩৪:০৫ প্রিন্ট সংস্করণ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স:) এর কার্টন ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর উপজেলার পৌর সদরের থানারঘাট মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে এসে শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে শেষ হয়। এরপর সেখানে অবস্থিত মুক্তমঞ্চে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মওলানা মুহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, মনিরামপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস মওলানা মুফতি হাফিজুর রহমান সিরাজী, সাতবাড়িয়া মাদ্রাসার মুহাদ্দিস এনামুল হাসান, থানারঘট মদিনাতুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হযরত মুফতি আব্দুল আহাদ, শিক্ষা সচিব মুফতি মুস্তাফিজুর রহমান। দোয়া পরিচালনা করেন, মনিরামপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার মুহতারিম সায়খুল হাদিস মওলানা আব্দুল আউয়াল।