প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ৫:১১:৪৪ প্রিন্ট সংস্করণ
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর দাবির পরিপ্রেক্ষিতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে বনানীর সড়ক পরিবহন ভবনের সভাকক্ষে এ সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
সভার শুরুতে নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়েছে। তাদের ক্রমাগত দাবির পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি ইতিবাচকভাবে ভাবছি। তাই এ বিষয়ে সবার কাছ থেকে মতামত আশা করছি।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, আইজিপি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।