খেলাধুলা

শিগগির জাতীয় দলে ফিরছেন সাকিব!

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৪:০৫:০৮ প্রিন্ট সংস্করণ

শিগগির জাতীয় দলে ফিরছেন সাকিব!
ফাইল ছবি

ভারত সিরিজের পর আন্তর্জাতিক সিরিজ খেলেননি সাকিব আল হাসান। অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, বাঁহাতি এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেছে! যদিও সাকিব জানিয়েছেন, জাতীয় দলে দ্রুতই ফিরতে যাচ্ছেন তিনি! 

ভারত সিরিজে সাকিব জানিয়েছিলেন, ঘরের মাঠে মিরপুরে টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেবেন। কিন্তু নিরাপত্তার শঙ্কায় সেই সুযোগ পাননি। ভারত সিরিজেই আরও জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেটকেও তিনি বিদায় জানাবেন। টেস্টে সাকিবের খেলা হবে কিনা সেটিও নিশ্চিত নয়, কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে সাকিব ছিলেন না। বর্তমানে টি-টেন লিগ খেলার জন্য আরব আমিরাতে অবস্থান করছেন। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না তিনি। সবমিলিয়ে তাই প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব অধ্যায় কি শেষ হয়ে গেলো?

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো ‘প্রেস মিট’। সেখানেই এক সাংবাদিক বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশ্ন করেছেন এভাবে, ‘সাকিব ভাই, আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারবো?’

সাকিবের ঝটপট উত্তর  ছিল, ‘এই টুর্নামেন্টের পরেই।’ সাকিবের উত্তরেই বোঝা যাচ্ছে, টি-টেন শেষ করেই দলের সঙ্গে ক্যারিবিয় দ্বীপে যোগ দেবেন।

শুক্রবার শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ৮ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আবুধাবি টি-টেন লিগ শেষ হয়ে যাবে ২ ডিসেম্বরেই। ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলে যোগ দেওয়ার জন্য সাকিবের হাতে থাকবে যথেষ্ট সময়। বাঁহাতি অলরাউন্ডার কি সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন?

সাকিব সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত ওয়ানডে বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে। প্রায় এক বছর তিনি ৫০ ওভারের ক্রিকেটে খেলেন না। সাকিব যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলতে চাওয়ার কথা জানিয়েছেন, সেক্ষেত্রে হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে দেখা যেতেও পারে। যেহেতু দেশের বাইরে খেলা এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও দেশের বাইরে। সবমিলিয়ে তাই নিরাপত্তার কোন শঙ্কা তৈরি হওয়ার আশঙ্কা নেই। যদিও সাকিবের খেলার ব্যাপারে বিসিবির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। 

আরও খবর

Sponsered content