প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৪:১০:২০ প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনার পাশাপাশি কর্মহীন মানুষের মাঝে শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ মাদ্রাসা মাঠে ৫ সহস্রাধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া-২, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরিফুল ইসলাম জিন্নাহ ব্যক্তিগত উদ্যোগে এ সব খাদ্য সামগ্রী তার পক্ষে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, জাপা নেতা শ্রী শ্যামল চন্দ্র বিতরণ করেন। অপরদিকে করোনা ভাইরাস সংক্রান্ত সরকার কর্তৃক প্রদত্ত চাল গরীব দুঃস্থ ও কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করেন আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফর হোসেন।