রাজশাহী

শিবগঞ্জে নেশার ইনজেকশনসহ গ্রেফতার ১

  প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৯:৪৭ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৯৭০ এ্যাম্পুল আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাকারক বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো. কুদ্দুস (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহাবজপুর ইউনিয়নের কয়লাবাড়ি বাটলপাড়া গ্রামে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। তিনি ওই ইউনিঢনের নামোচকাপাড়া গ্রামের একবর আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আজমল হোসেন বলেন, গ্রেফতার কুদ্দুস একজন মাদক ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা আজমল হোসেন।

 

 

আরও খবর

Sponsered content