প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৪২:১০ প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কলুমগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ দাগের ৯ শতক জমি ৩০ বছর যাবত বেদখল ছিল। এর প্রেক্ষিতে উপজেলা শিক্ষা কমিটির উদ্যোগে উক্ত ৯ শতক জমি উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক রঞ্জু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন, শিক্ষক মো. আমিনুল ইসলামের উপস্থিতিতে উক্ত জমিতে লাল পতাকা উত্তোলন করে সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হয়। এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছারোয়ার জাহান বলেন, বেদখলকৃত ৯ শতক জমি উপজেলার শিক্ষা কমিটির প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে। কলুমগাড়ী গ্রামের বিদ্যালয়ের জমি দখলকারি বেলাল হোসেন বলেন, ৯ শতক জমি বের করে দেওয়া হয়েছে।