রাজশাহী

শিবগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২০ , ৪:৫৭:২০ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে রাজশাহী থেকে আসা ২৩ জন বিশেষঞ্জ চিকিৎসক বিভিন্ন ধরনের প্রায় ১ হাজার রোগিকে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করেন।

বৃহস্পতিবার ধাইনগর হাসপাতাল প্রাঙ্গণে স্থানীয় আ’লীগ নেতা আতাউর রহমান শাহ আলমের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সেক্রেটারি আব্দুল ওদুদ।

প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখা সহসভাপতি তৌহিদুল আলম টিয়া, কামরুল আহসান আপেল, সেক্রেটারি মামুন অর রশিদ প্রমুখ।

আরও খবর

Sponsered content