প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৫৮:৩৬ প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : গত সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বিহার ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো. লুৎফর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. আজমল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন ইকবাল, কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম, মাষ্টার শাহিনুর আলম, ছাম্মাদ আলী, ওবায়দুর রহমান প্রমুখ। সম্মেলনে আব্দুল মজিদ কে সভাপতি এবং জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বিহার ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।