প্রতিনিধি ৫ অক্টোবর ২০২১ , ১০:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক ব্যাপক গণসংযোগ করেছেন।
মঙ্গলবার শিবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক অত্র ইউনিয়নের মাঝপাড়া, ধাওয়াগীর, মেদিনীপাড়া, হুদাবালা, শ্যামপুর, উথলীসহ কয়েকটি গ্রামে ও মহল্লায় দিন ব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, আমি সুনামের সঙ্গে এই ইউনিয়নের জনসাধারণের পাশে থেকে সেবা করেছি। আমি দায়িত্ব থাকা অবস্থায় এই ইউনিয়নের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেছি। শুধু তাই নয়, অত্র ইউনিয়নের সাধারণ মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, হিজড়া ভাতা সমষ্টিগত ভাবে বন্টন করেছি। আগামী নির্বাচনে আমাকে পুনরায় নির্বাচিত করলে এই এলাকার সাধারণ মানুষের পাশে থেকে আজীবন সেবা করে যাবো।