প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৫০:৩১ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিদিন : রাজৈর থেকে ঢাকায় চিকিৎসার উদ্দ্যেশে যাওয়ার পথে শিবচরের কাদিরপুর বাজারে সোমবার বেলা ১১টার সময় হাচি দিয়েই মাটিতে লুটে পড়ে মৃতু হয়েছে খোয়াজপুর টেকেরহাট থেকে আসা বাবুল মিয়া নামের এক ব্যক্তির। মৃত বাবুল মিয়া স্বাসকষ্টে ভুগছিল। তিনি ঢাকায় চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর টেকেরহাট থেকে ইজিবাইকে করে কাঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। শিবচরের কাদিরপুর বাজারে সামনে এসে স্বাসকষ্টে প্রচন্ড অসুস্থতা অনুভব করে চালককে ইজিবাইক থামাতে বলেন। এসময় ইজিবাইক থেকে নেমে রাস্তার পাশে গিয়ে একটি হাচি দেন এবং তাৎক্ষনিক মাটিতে লুটে পড়ে মারা যান।
শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের আত্মীয় স্বজন আসলে মৃত দেহটি পুলিশ হেফাজতে রাজৈর টেকেরহাটে প্রেরন করা হবে। এ ব্যাপারে সেখানকার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেবেন।