ঢাকা

শিল্পাঞ্চল আশুলিয়ায় উৎপাদন স্বাভাবিক

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০৬:৪৯ প্রিন্ট সংস্করণ

শিল্পাঞ্চল আশুলিয়ায় উৎপাদন স্বাভাবিক

শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়ায় সব কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। তবে শিল্পাঞ্চলের কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে ও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।   

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম, নিট এশিয়া, শারমিন, সরকার মার্কেটের নেক্সট কালেকশন, বান্দডিজাইন, বাগবাড়ির ডেবনিয়ার, জামগড়ার দি-রোজ, পলমল, ছয়তলার এ্যানবয়, নিশ্চিন্তপুরের অনন্ত গার্মেন্টস সহ অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে ২২টি কারখানা বন্ধ রয়েছে। ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি রয়েছে ৬ টি কারখানায়।   

এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় বৃহস্পতিবার ২২টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি এবং বাকী ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হয়েছে আগামী শনিবারের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। তিনি আরও জানান, শিল্পাঞ্চলের কোথাও কোন শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এছাড়া যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি। 

আরও খবর

Sponsered content