প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৩:৪৫:০৭ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুরে পাঁচ বছরের এক শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মহিদর মীর (৫৪) নামের এক বৃদ্ধকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। রোববার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি একই এলাকার মৃত মজিবুরর হমানের ছেলে। এ ঘটনায় শিশুটি রমাবাদি হয়েই সলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ খান পাড়া গ্রামের জনৈক ব্যক্তির পাঁচ বছরের মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশি মহিদরমীর ওই শিশুটিকে পাঁচ টাকার লোভ দেখিয়ে তার বসত ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনেমাএগিয়েআসলে লম্পট মহিদরমীর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়েই সলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ভোরের দর্পণ প্রতিনিধিকে জানান- আটক বৃদ্ধার বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইন মামলায় আদালতে পাঠানো হয়েছে।