প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ
পাহাড়তলীর হারিয়ে যাওয়া ১১ বছর বয়সী মো. ওমর ফারুক নামের এক শিশুকে তার বাবার হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) শিশুটিকে উদ্ধার করার পর তার বাবা হাতে তুলে দেওয়া হয়। শিশু ওমর ফারুক আব্দুল্লাহপুর এলাকার ছোবাহান খানের ছেলে। তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় বসবাস করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, বিআরটিসি ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করার এক ব্যক্তি শিশুটিকে থানায় এনে পুলিশের জিম্মায় তুলে দেন।
পরে পুলিশের খোঁজখবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তার পরিবার থানায় যোগাযোগ করেন। পরে তার বাবার হাতে শিশুটিকে তুলে দেয়া হয়।