প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৪ , ৫:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ
বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পশ্চিম মনকিচর নুরু মার্কেট সংলগ্ন ময়দানে শুক্রবার (৮ নভেম্বর) রাতে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর হোছাইন আহমদ কাশেমীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ্।
মাও জাহেদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলার সেক্রেটারী আরিফুর রশিদ, অর্থ সম্পাদক আ ন ম মহিউদ্দিন, শীলকূপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো. রবিউল আলম, শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. রেজাউল করিম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণের অর্থ সম্পাদক মো. আব্দুল গফুর, ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি মো. আবু সালেহ, যুব বিভাগের ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম সাও, আব্দুস সত্তার, মো. ইউছুফ, জাফর আহমদ, মাষ্টার জিয়াউল হক সহ ওয়ার্ড জামায়াত, শ্রমিক কল্যাণ, যুব বিভাগের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ।
এ সময় রেমিটেন্সযোদ্ধা মোজাম্বিক প্রবাসী আমীর হোসেন, সাহাব উদ্দিন ও কাতার প্রবাসী হাফেজ দিদারুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাও হোছাইন আহমদ কাশেমীর দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।