প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৪:৫২:৩০ প্রিন্ট সংস্করণ
বাঁশখালী উপজেলাধীন শেখেরখীল ‘বাহমনিখীল ইলাহী ইসলামি যুব কাফেলা’ এর নবগঠিত কমিটির সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শুক্রবার রাতে শেখেরখীল দারুসসালাম আদর্শ আলিম মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহমনিখীল বায়তুর রব্বান জামে মসজিদের খতিব মাও সরওয়ার কামাল হাবিবি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও মোরশেদুল ইসলাম ফারুকী।
সংগঠনের কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাও হাসমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন-আবু জাফর মিসবাহ, মো.আবদুল্লাহ, সাইফুল ইসলাম, হাফেজ মো. আবদুন নুর, আক্তারুজ্জামান, নেসারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সেক্রেটারি মাও আবু তাদের মিসবাহ, সহ-সভাপতি মাও রুহুল আমীন কুদ্দুসী, সাংগঠনিক সম্পাদক মোজাহেরুল ইসলাম, সহ-প্রবাসী কল্যান সম্পাদক মাহফুজ এলাহি, ব্লাড বিষয়ক সম্পাদক রাফাত চৌধুরী প্রমুখ।