প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২৪:৫০ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (এপিএস) -২ গাজী হাফিজুর রহমান লিকু’র আত্মীয় সাইফুল ইসলামের সাথে পরিবহন সম্পর্কিত সমস্ত ব্যবসা ছিন্ন করলেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী কালু শেখ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে “ওয়েলকাম এক্সপ্রেস” -এর অফিস কক্ষে তাদের উভয়ের মধ্যে গাড়ির ভাগবাটোরা সম্পন্ন হয়েছে।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, সাধারণ সম্পাদক এস এম বিপুল ইসলাম, এশিয়ান টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি হাফিজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার, ভোরের কাগজ’র টুঙ্গিপাড়া প্রতিনিধি সফিক শিমুল সহ ওয়েলকাম এক্সপ্রেসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবহন ব্যবসায়ী কালু শেখ গণমাধ্যমকে বলেন, মূল বিষয় হলো স্বনামধন্য “ওয়েলকাম এক্সপ্রেস” কোম্পানিটি আমার নিজের নামেই। আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে সুনামের সহিত গাড়ির ব্যবসা পরিচালনা করে চলেছি। লিকু গাজীর আত্মীয়-স্বজনের ১৩ টি কোচ (বাস গাড়ি) সাময়িক সময়ের জন্য আমাকে ব্যবসা পরিচালনা করতে দিয়েছিলেন। সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আমার কোম্পানি “ওয়েলকাম এক্সপ্রেস” ও লিকু গাজীকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। তাই বদনামের ভয়ে তাদের দেওয়া ১৩ টি গাড়ি আমি নন-জুডিসিয়াল স্টাম্পে লিখিত-পড়িতভাবে তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে ফিরিয়ে দিয়েছি। এখন থেকে ওয়েলকাম এক্সপ্রেস -এ লিকু গাজী বা তার আত্মীয়ের সাথে আর কোন ব্যবসায়িক সংশ্লিষ্টতা নেই।