প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪২:১০ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও দৈনিক পত্রালাপের সম্পাদক মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের পাশে আছি, পাশে থাকবো। কারণ অদৃশ্য এই ভাইরাস মোকাবেলার এই মুহুর্তে সবাইকে সবার তরে এগিয়ে আসতে হবে। যেমনটি ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানের সাড়া দিয়ে দেশের বিত্তশালীগন এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও যেন সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে। শুক্রবার দুপুরে দিনাজপুর হতে প্রকাশিত দৈনিক পত্রালাপ এর উদ্যোগে এবং স্বনামধন্য প্রতিষ্ঠান রোলেক্স বিরিয়ানি হাউজের সহযোগিতায় শহরের ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় ২শ ৫০ জন ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর সভার প্যানেল মেয়র ও দৈনিক পত্রালাপের যুগ্ম সম্পাদক আবু তৈয়ব আলী দুলাল, রোলেক্স বেকারীর প্রোপাইটর মো. শফিউল্লাহ শুক্লা, পত্রালাপের বার্তা সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।