প্রতিনিধি ১২ মে ২০২০ , ৭:২১:৫৯ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : দেশে করোনাভাইরাস মহামারীতে শ্রমিক সংকট সেই সময় শেরপুর জেলার জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সহযোগিতায় কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা প্রশাসন ।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার সময় উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের কৃষক সৌচিন্দ্র এর ২০০ শতাংশ জমির বোর পাঁকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন উপজেলা প্রশাসন ।
ধান কাটার এ অত্যাধনিক মেশিন উপজেলা কৃষি অফিস থেকে জনৈক্য কৃষককে সরকারের ভুর্তকী দিয়ে প্রদান করা হয়েছে । এ মেশিন দ্বারায় ৪০/৫০ মিনিটে এক একর জমির ধান কাটা যায় । কৃষক সৌচিন্দ্র বলেন শ্রমিক পাই না আজ তারা এসে আমার পাঁকা ধান কেটে দিয়ে অনেক টাহা বাচালো, নতে আমগো একর প্রতি ১০/১২ হাজার টাহা লাগতো ধান কাটতে ।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, কৃষি অফিসার হুমায়ুন কবির ও খন্দকার মুনজুরুল হক প্রমুখ । কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন বিনা মূল্যে কৃষকের ধান কেটে দেয়া হলো এতে কৃষকটি লাভবান হলেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন শ্রমিক সংকটে জেলা প্রশাসক মহোদয়ের আর্থিক সহযোগিতায় কৃষকের দুই একর জমির পাঁকা ধান আজ কেটে দেয়া হলো ।