প্রতিনিধি ১০ মে ২০২০ , ৭:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রবিবার বেলা ১২টার সময় ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের মাঠে করোনা ভাইরাসে কর্মহীন,দুস্থ্য, অসহায় ও প্রতিবন্ধি বয়স্কদের মাঝে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা বেগমের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী ও সমাজে দানশীল ব্যাক্তিবর্গে সহযোগিতায় নগদ অর্থ,উপহার সামগ্রী ও ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে ।
জানা গেছে ৩০০ পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয় । ২২০জনকে চাল,ডাল তৈল,মুুড়ি ও পেঁয়াজ সহ ১১টি আইটেম নিয়ে অন্যান্য খাদ্যসামগ্রী উপহার ও প্রাথমিক স্বান্থ্য সেবার জন্যে ২টি স্যালাইন,১০পিস নাপা,১০ পিস এন্টাসিড ১০পিস মেট্রো ট্যাবলেট বিতরণ করা হয়েছে । বাকি ৮০ জনকে নগদ ৫শ টাকা করে প্রদন করা হয়ছে ।
বিতরণের আগে বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আমিরুজ্জামান লেবু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, সহকারী শিক্ষিকা ও উদ্যোক্তা মিসেস সালমা বেগম ও এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় শাসছুল হক শামীম ও শাহীনূর আলম বক্তব্য রাখেন । এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ।