প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বৃহস্পতিবার বেলা ১১টার সময় মহারশি নদীতে সারারাত বৃষ্টি ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুর্তেই উপজেলায় ভয়াবহ বন্যায় পরিণত হয়ে যায়। ঢলের পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত পরিবারের বাড়িতে পানি প্রবেশ করলে শতশত পরিবার পানিতে বন্দি হয়ে পড়ে। উপজেলার গরুহাটি ও ভূমি অফিস সংলগ্ন ড্রেনটি দিয়ে বাজারে পানি প্রবেশ করার ফলে ব্যবসায়ীদের ক্রয়বিক্রয়ের বিঘ্ন ঘটে। মসজিদ রোড গুরুহাটিতে অনেক পরিবার পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এ ছাড়া ভাটি এলাকায় ঢলের পানি প্রবেশ করে বন্যায় পরিণত হয়ে মানুষ পানিতে বন্দি হয়ে পড়ে অসহায় জিবন যাপন করছে। এ বন্যায় আসন্ন আমন ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্যার পানি অবিরাম রেড়েই চলছে ।