দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতীতে স্বামীর হাতে স্ত্রী খুন

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৫:০০:১৮ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিন দড়িয়ার পাড় গ্রামে ২৩ এপ্রিল গভির রাতে ঘাতক স্বামীর হাতে স্ত্রী নির্মমভাবে খুন হয়েছেএলাকাবাসী জানায় ঘাতক স্বামী বাদশা আলী(৪৮) রাতে নিজ ঘরে স্ত্রী সেলিনা খাতুন(৩৬) এর সহিত পারিবারিক কলহের জের ধরে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে ঘাতক বাদশা আলী ঘরে থাকা ধা হাতে নিয়ে এলাপাতারি ভাবে কুপাতে থাকে

তার কুপে শরিল রক্তাত্ব হয়ে মাটিতে পড়ে যায় সে ক্ষান্ত না হয়ে নির্মভাবে কুপিয়ে স্ত্রীকে চিরতরে জানে মেরে ফেলেপুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে শেরপুর মর্গে প্রেরন করেন ব্যাপরে এস আই ওয়েদুজ্জামান জানান লাশ উদ্ধার করা হয়েছে  ম্বামী বাদশা আলীকে আটক করা হয়েছে, তদন্ত চলছে খুনের রহশ্য উৎঘাটনেরনিহত ঘাতকের ছেলে সেলিম মিয়া বাদি হয়ে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেছে

 

আরও খবর

Sponsered content