দেশজুড়ে

শেরপুরের শ্রীবরদীতে শিশুদের জন্য জরুরী খাদ্য রেশন বিতরণ

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৭:৫১:৫৯ প্রিন্ট সংস্করণ

শেরপুরের শ্রীবরদীতে শিশুদের জন্য জরুরী খাদ্য রেশন বিতরণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (সিডিএসপি) উদ্যোগে শিশুদের জন্য জরুরী খাদ্য রেশন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবেলাকোনা সিডিএসপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের সভাপতি ক্লেনসন থিগিদি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল এম সাংমা।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধান অতিথি মনজুর আহসান ২১৮ টি শিশুর অভিভাবকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসব খাদ্যের মধ্যে আছে ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ২টি সাবান।

অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক সুলভ রিচিল, শ্রীবরদী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম, কারিতাসের কর্মকর্তা সুরঞ্জন রাকসাম প্রমুখ উপস্থিত ছিলেন।