প্রতিনিধি ৬ মে ২০২০ , ৫:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি নয়াপাড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির উদ্যোগে হতদরিদ্র অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ মে বুধবার দুপুরে উপজেলার তাতিহাটি নয়াপাড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির অফিসের সামনে মাঠে প্রায় ২শ লোকের মাঝে ৫ কেজি চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। তাতিহাটি নয়াপাড়া ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির সভাপতি শাহাজামালের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবু সাইদ ও সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আনিসুজ্জামান খোকন, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর মনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মাশুক, ট্রলিগাড়ী সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম মৃধা, সাংগঠনিক সম্পাদক এরশাদ, কোষাধ্যাক্ষ মাফিকুল ইসলাম, সদস্য সোলায়মান ও শাহা জালাল সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।