দেশজুড়ে

শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ৭:৪৭:২১ প্রিন্ট সংস্করণ

শেরপুরের শ্রীবরদীতে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শেরপুর প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় শেরপুরের শ্রীবরদীতে বেসরকারি সংস্থা কারিতাসের বাস্তবায়নে সুফল-২ প্রকল্পের সাড়াদান কর্মসূচীর উদ্যোগে কর্মহীন অসহায় লোকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার উপজেলার গারো পাহাড়ের বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ১শ ৩৮ জন সদস্যদের মাঝে ১ হাজার ৬শ করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ¤্রং।

কারিতাসের সীডস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সত্তজিত মৃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু।

অনুষ্ঠানে করোনার বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয় দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সুফল-২ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম।

আরও খবর

Sponsered content