প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৮:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবিলা ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বগুড়ার শেরপুরের স্থানীয় এনজিও প্রতিষ্ঠান পল্লী কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও করোনা সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শেরপুরের সরকারি ডিজে হাইস্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, কাউন্সিলর জাহিদুর রহমান টুলু। এসময় পল্লী কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মো. জহুরুল ইসলাম, পরিচালক আব্দুল মোত্তালেব টুলু, রফিকুল ইসলাম, ম্যানেজার মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলার প্রায় ৩শতাধিক ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী লাচ্ছা, চিনি, সেমাইসহ করোনা সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়।