প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২০ , ৪:০২:৪৮ প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানার আয়োজনে ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় সাসটেইনেবল ইনিশিয়েটিভ টু প্রোটেক্ট ওমেন এ্যান্ড গার্লস ফ্রম জিবিভি প্রকল্পের আওতায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শেরপুর শহরের উলিপুরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ সভায় সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) মো. গাজিউর রহমান, শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার, বগুড়ার বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মকবুল হোসেন প্রমুখ।