প্রতিনিধি ১০ মে ২০২০ , ১:২৯:৪২ প্রিন্ট সংস্করণ
শেরপুরে পুলিশ ও তাদের পরিবারের সদস্যসহ আরও ছয়জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
শনিবার রাতে এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে এক এএসআই ও তার ছেলেকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য চারজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া এই ছয়জনের সংস্পর্শে আসা কমপক্ষে ৩০ জনের পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ প্রক্রিয়া শুরু করেছে।
সিভিল সার্জন বলেন, এই নিয়ে শেরপুরে ৩৮ জনের কোভিড-১৯ শনাক্ত হল। তাদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ১১ জনকে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রাখা হয়েছে।

















