প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২১ , ৭:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এর আয়োজনে এবং এ্যারো ও ইউনাইটেড নেশনস ট্রাস্ট ফান্ডের সহায়তায় বৃহস্পতি সকাল ১১ টার সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের অফিসে প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে উপজেলা সমন্বয় কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণ উপজেলা সমন্বয় কমিটির সভা নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নাসরিন আকতার (পুঁঠি) ’র সভাপতিত্বে উক্ত সমন্বয় কমিটির নিয়মিত মাসিক সভায় প্রতিবন্ধী নারীদের সচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ বিষয় নিয়ে খোলামেলো আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুল্লাহ আল ফয়সাল, মোছা. ফারহানা খাতুন, প্রকল্প সহায়ক-২ বগুড়া এবং শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক উত্তম সরকার, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জহুরুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।