দেশজুড়ে

শেরপুরে মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের বৃত্তি প্রদান

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ৬:৪০:৪২ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে ২০১৮-১৯ অর্থবছরের আবেদনকৃত গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির হোসেন খোকন ও আঞ্জুমান আরা, সদস্য ছানোয়ার হোসেন ও বিল্লাল হোসেন, প্রভাষক ছানোয়ার হোসেন মিনাল প্রমুখ। এদিন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩৭ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি নগদ সাড়ে ৩ হাজার টাকা করে এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content